জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর অধিনস্ত জেলা পর্যায়ের অফিস। এ অফিসের আওতাধীন গোপালগঞ্জের ৫ উপজেলায় সহকারী/ উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয় আছে। উপজেলা পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব সেবা প্রদানের দায়িত্ব সহকারী/ উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের উপর ন্যাস্ত। পল্লী এলাকার বিভিন্ন ধরনের নিরাপদ পানির উৎস ও স্যানিটারী ল্যাট্রিন স্থাপনসহ ঐগুলোর রক্ষণাবেক্ষণ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপর ন্যস্ত। এ অফিস সমূহের কার্যক্রমের অগ্রগতি প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহে পরিদর্শন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস